আমার তো নেই আজ বনলতা সেন!
=====================@@@


বলবো না হোক প্রাণ মথনে সফেন -
’আমার তো নেই আজ বনলতা সেন!’


কবিতা যতনে পড়ে মুছে ভেজা আঁখি,
’তোমরা অনেক লিখো’ দোয়া যাবো রাখি।
পাশে থেকে ভালোবেসে
হেরে গেলে অবশেষে
তবুও ঢাকবো চেপে সত্য এহেন -
’আমার তো নেই আজ বনলতা সেন!’


জনমে জানি তো ভূমে সেরা ইনসান,
তা বলে গাইতে পারে সকলে কি গান?
আমিও মেঘের মতো
ক্ষরণে লুকাবো ক্ষত
জানাবো না তবু বুনে ছেঁড়া লেনদেন -
’আমার তো নেই আজ বনলতা সেন!’


উৎসর্গঃ সম্মানিত কবি ‘ফারহাত আহমেদ’
এর প্রতি (তার দেয়া এক মূল্যবান মন্তব্যে
অনুপ্রাণিত হয়েই এই কবিতা লিখেছিলাম)।
=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৯/১২/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন