আমি আর আসবো না ফিরে!
=========================@@@


জমলে শালিক এসে মায়াবিনী বাটে,
মাতবে ছোটুর দল টলটলে ঘাটে।
ফড়িঙের ভীরু মতি
সাজবে হাঁসের পতি
তবু না গাইলে তুমি শ্যামলা এ’ তীরে -
আমি আর আসবো না ফিরে!


ব্যাকুলে নিজেরে পেতে বকুলের ছায়,
জানি গো কাঁদবে মন দখিনা হাওয়ায়।
শাপলার হিম আঁখি
দিবে বুকে স্নেহ মাখি
বুঝেও না র’লে মেঘ তোমাকেই ঘিরে -
আমি আর আসবো না ফিরে!


উঠবে খুশিতে নেচে লহরির দেল,
পাকুড়ের আড়ে গেলে সোনালী বিকেল।
ধবল বকের সারি
উড়ে যাবে তাড়াতাড়ি
দেখে তা না স’লে তুমি বেখেয়ালে পীড়ে -
আমি আর আসবো না ফিরে!


টুপ করে মাছরাঙা ধরে এক মাছ,
লগিতে ফেলবে জানি বলিহারি শ্বাস।
ছুটুক ছাগল ছানা
অযথা রচে বাহানা
তোমায় না দেখে যদি থামে ধীরে ধীরে -
আমি আর আসবো না ফিরে!


ক্লান্ত দিনের কাজ বুকে নিয়ে যতো,
নামবে সোহাগী সাঁঝ ফি-দিনের মতো।
বাড়াতে ঝোপের খ্যাতি
জ্বালবে জোনাক বাতি
না র’লে সেখানে তুমি আশা ভরা নীরে -
আমি আর আসবো না ফিরে!


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৫/০৪/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন