অমলিন স্মৃতি
বোরহানুল ইসলাম লিটন
=================৥৥৥


মায়াবী বদনে মনোহরা হাসি
দুষ্টমী ভরা মুখ,
শীতল নজরে কেড়ে নিলো সব
অন্ত জ্বালার দুখ।
ডেকে বলি ‘ও হে পদ্মলোচনা
কেন ছড়ালে এ আলো?’
সহসা বলিল ‘আমি যে তোমায়
বড্ড বেসেছি ভালো।’


ভাসিলো এ বুক আশার সায়রে
কতো যে স্মৃতির ক্ষণ,
দেখিতে পিপাসে ঘুরিয়া ফিরিত
প্রেমা চঞ্চলা মন।
রাত্রি দিবসে জাগ্রত ঘুমে
স্বপনে গাঁথিয়া মালা,
ভাবনার কোলে ঘুমায়ে পড়িত
যত জীবনের জ্বালা।


একদা নিশীথে জনমের তরে
কাড়িলো সে ধন বিধি,
অন্তর হলো চির দুখী মোর
খোয়ে নয়নের নিধি।
নিভৃত কোণে আজও জেগে কাঁদে
প্রথম দেখার দিন,
স্মৃতির পাতায় হয়ে আছে সে তো
হয়ে চির অমলিন।


=================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০৬/২০২০ইং।