অনন্তই প্রাণ
=========================@@@


ক্ষণিক আগের নেই মিঠা কলরব,
মেঘেরা চলেছে বয়ে কার এতো শব?
মাতাল আঁধার এনে পিডিবির মই,
সেজেছে দেখবে বলে আষাঢ়ের কই।


কেনো এ বাদল ঝড় আছে পরিচয়,
নামছে আঘাতে যার অদ্রি হয়ে ক্ষয়!
স্বরূপে তটিনী তপ্ত সমুদ্রের গল,
অফলা ক্ষেতেরে দিতে চৈত্রের বাকল।


হে পেঁচক! জানি বেঁধে পাঁজরে পবন,
করেছো এ লগ্নে চুরি নক্ষত্রের মন।
মানো কি হে! চৌহদ্দির অধীনে যা গোলা,
অনন্ত মানেই প্রাণ চির ছুটে চলা?


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৪/২০২৪ইং।



@বোরহানুল ইসলাম লিটন