অন্ধ নীতি
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

হায়রে এ কোন অন্ধ নীতি
যায় না বোঝা মনের গীতি
চায় যে তারে আপন করে
গড়তে নতুন ভোর,
দেয় ছুঁড়ে তার স্বপ্ন আশা
রুদ্ধ করে দোর।

থাকলো না যে একটু পাশে
তার কারণে ছন্দ শ্বাসে
চিন্তা দিয়ে নিজ ভুবনে
নিত্য গড়ে ঘোর,
মান খোয়ে সে লজ্জাহীনে
গর্বে সাজে চোর।

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৩/১১/২০২০ইং।