আঁধার রাতের সাথী
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


ভাঙ্গা আমার জীবন তরী
চলতে আশার পানে,
ভাবনাতে ক্ষণ গড়ছে তবু
দৈন্য সুখের তানে।


কাল যা ছিল মাল্লা মাঝি
আজ তা হয়ে হারা,
আঁধার চিরে ধায় সে একা
সত্যে দিতে সাড়া।


বাও যদি বা ছিন্ন পালের
চলছে আশা কাড়ি,
ভাঙ্গা হালেই চায় দিতে শেষ
ভর দরিয়া পাড়ি।


সংশয় ভয় দিচ্ছে উঁকি
নেইকো বলে থালা,
জোড় দিয়ে জল চুঁইয়ে উঠে
গাঁথছে তাতে মালা।


এই ভাবে খেল নিত্য দিনের
রয় যদি সার মাতি,
যায় খোশে কি রোজ পোহানো
ঘোর আঁধারের রাতি??


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/১২/২০২০ইং।