অনেক পৃথিবী আজ ...
===========================@@@


মাতাল বাতাস জেগে সায়রের বুকে
যখন অবাধে করে প্রকৃতির ভিত নড়বড়ে,
পাহাড় আছড়ে পড়ে পাহাড়ের গায়ে
বৈশাখী মেঘের মতো অবশেষে হয়ে ধড়ফড়ে।


চেনা সে’ আকাশ হয় বদনে অচিন,
ঊষর পাঁজরে তার দরদিয়া বক
রচেও রচে না বলে চুম্বনের সোনালী কাবিন।


কখনো দেখেছে কেউ ভুতুড়ে এ’ ধারা,
নিজেরে না পেয়ে যেথা শ্যামলা বিকেল
চিলের বিবশ পাখে প্রতিদিন ক্ষোভে যায় মারা?


না পেরে সতেজ হতে বুকের জমিন
রয়েও বিটপী তলে ক্ষণকাল শালিকের গানে,
অনেক পৃথিবী আজ এই পৃথিবীতে
গোপনে চলেছে ক্ষয়ে তীব্র দাহে নয়তো বা বানে!


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৯/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন