অনুশোচনা
বোরহানুল ইসলাম লিটন
===================৥৥৥


আজব খেলায় ব্যস্ত প্রভু
ধরার বুকে এসে,
মায়ার মোহে অন্ধ আমি
ঘুরছি হারায় দিশে।


পাপ করতে রাশি রাশি
অন্তরে নেই ভয়,
মিথ্যা অহম সঙ্গী সাথী
করতে সকল জয়।


রাত দিবসে দিচ্ছি ধোকা
করতে কামাই রোজ,
ফুর্তি সুখে ব্যস্ত জীবন
নিই না  তোমার খোঁজ।


দু’দিন পরে অন্ত জ্বালায়
হয়তো যাবো মরে,
যম দুতটা আসবে যেদিন
প্রাণটা নিতে কেড়ে।


পাপগুলো সব ক্ষমো প্রভু
দূর করো মন কালো,
অন্তরে মোর জ্বালাও তুমি
তোমার দ্বীনের আলো।


আলোর পথ দেখাও মোরে
চালাও সত্য পথে,
সঙ্গী সাথী করো তোমার
প্রিয়জনের সাথে।


চাই না যেতে তোমার কাছে
পাপ কালিমা নিয়ে,
তাইতো আজো আছি তোমার
রহমতের পথ চেয়ে।


=====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১১/০৭/২০২০ইং।