অণুত্রয়
=======================@@@


(১) বলতে পারো!


ভাবলো না যে কস্মিনকালে
পাতবো রাতে ফাঁদ,
বলতে পারো দেখবে সে ক্যান
জ্যোৎস্না হারা চাঁদ!


(২) সত্য ও মিথ্যার ভিত


’সত্যেরই ভিত সর্বে অটল’
এই কথাটি সত্য নয়,
ভেবে দেখো মিথ্যা কি চিজ
সত্য নিয়েই যা সংশয়।


(৩) কেউ খুঁজো না!


কেউ খুঁজো না শীতল ছায়া
বাবলা তলে রয়ে,
ভুলবে রে ডাক বুকের কোকিল
ফাগুন ক্ষয়ে ক্ষয়ে।


=======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২০/১১/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন