অস্ফুট কথার ভার
=========================@@@


জ্বলন্ত লাভার ধারে দগদগে কথা
বেরিয়ে আসতে চায় বাঁধ ভাঙা প্লাবনের মতো,
পারে না বলেই ওরা হয়তো বা রচে
সুতীক্ষ্ণ চঞ্চুর ঘাতে অহর্নিশ নব নব ক্ষত।


কোথায় পৌঁছতে চায় ওরা?
মনন মন্থনে একা নিরালায় ভাবি আমি বসে,
সহসা কে জানি যায় আরো বুনে কথা
ঊষর হৃদের ভূমে স্মৃতি ঢেলে খুব বেশী চষে।


মেঘেরা সদলে হাসে দেখে এই হার,
তখনি সামনে আসে সুহাসিনী সেজে
ওদেরই ফোঁকর দিয়ে নীলিমার দীপ্ত আবদার।


হে অভেদ্য অনির্বাণ ধরণীর ছাতা!
তুমি কি পারবে হতে ত্রাতা?
যদি না সইতে পারো এদেরই যে জ্বালাতন ঢের,
জানি হবে দিশেহারা
স্বেচ্ছায় টানবে কে গো যতনে ক্ষণিক
বলতো তোমার এই শখে গড়া পতনের জের??


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০১/২০২৩ইং।


@@ কল্পনা দিয়ে দুনিয়াদারী চলে না সত্য
তবে কিছু কল্পনা বাস্তবতার চেয়েও অভেদ্য!


@বোরহানুল ইসলাম লিটন