আষাঢ়ে খুঁজি শালিক
=========================@@@

প্রখর রোদের দাপট গেলেই সিক্ত হয় এ আঁখি,
সেই যে তুমি চলে গেলে পত্র লিখে রাখি –
’যতোই ভাবো মোহের কাছে গেলাম আমি হেরে
আসবো কোন আষাঢ় মাসে হয়ে শালিক পাখি!’

কদম কেয়া উঠলে জেগে রয় কি আজও হেলা!
অবাক চোখে চেয়ে দেখি কিশোর মেঘের ভেলা।
হিমেল বাতাস ক্ষণিক এসে অঙ্গ দিলেই ছুঁয়ে,
বুঝি এখন করবে ওরা বৃষ্টি নিয়ে খেলা।

ব্যাকুল আশা দৌড়ে বেড়ায় বাদল ধারার তালে,
এ গাছ থেকে ওই গাছে যায় ব্যস্ত ডালে ডালে।
আবার ভাবি থাকতে পারো হতাশ বসে একা,
দিশ হারিয়ে চুপটি কোন নিঝুম খড়ের চালে।

ভাবনা স্মৃতি রোজ তো পড়ে কালের চাকায় খসি,
আষাঢ় এলেই ভাব তবু যায় হরেক আশা চষি।
এমনি ভাবেই চলেছে সময় যায় কখনো থেমে,
ডাক যদি দেয় একটা শালিক হোক আড়ালে বসি।

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৬/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন