রুবাইয়াত-ই-বোরহান
============================@@@


(১) আশরাফী
খুব ভাবি রোজ দয়াল তুমি সত্যি যদি হও শাফী,
যাচলে তবে ক্যান করো না দাসের গুনা সব মাফী!
শুধাও যদি ক্যামনে বুঝিস? বলবো আমার ভাবনা ভুল
সাজলে না মন গর্ব চষে আজ থেকে আর আশরাফী।


(২) ছদ্মবেশী
শুক হয়ে এই পিঞ্জিরাতে মেললি যেদিন দুই আঁখি,
ভেবেছিনু তুই সেরা ধন কোথায় তোর এ ভাব রাখি!
কাল গেছে তাই চৌকি দিতে রেখে বুকের বাম পাশে,
আজ দেখি তুই শুক না রে সই ছদ্মবেশী বাজ পাখি!


(৩) বুকের ধন
আমার বুকের মধ্যিখানে করছে যেজন স্বপ্ন চাষ,
ক্ষণিক সে ধন ভুল বুঝে না করবে না পর দেয় আশ্বাস।
মায়ায় বলি করবি কি রে যাই যদি কাল কবরে!
জবাব সে দেয় তবু হবো হয় পোকা নয় দূর্বাঘাস।


============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৫/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন