অথচ
==========================@@@


খুব ভাবতাম রোজ একদিন আসবেই মেনে
হোক না বেভুলা হয়ে অবশেষে বকুলের ছায়,
ছিপছিপে কাঁদা-জলে বিলের তলায়
হঠাৎ আটকে পড়া এক জোড়া খলশের মতো
আবার মাতবো দোঁহে খুনসুটি গড়ে নিরালায়।


কিংবা রাখাল হবো পাকুড়ের তলে
বাঁশরির সুরে বেঁধে অবাধ্য ধেনুরে
সতেজ ঘাসের ঢালে জাগা কোন তটিনীর তীরে,
এ কথাও ভাবতাম খুব সযতনে
গাগরি কাঁকালে তুমি আসলেই একবার ফিরে।


রাখতাম না সুদূরে কাকতাড়ুয়ার হাসি
সরষে ক্ষেতের মাঝে ফিঙেটার ভীরু আলাপন,
এলেই শীতের প্রাতে ভাবতাম থেকে পাশাপাশি
কাটাবো দু’জন সুখে এখানেই বাকিটা জীবন।


অথচ আসোনি তুমি রাখোনি সে পণ
বরং দিয়েছো গড়ে এ’ হৃদয়ে বিষাদের গিরি,
যেখানে ভাবনা আজ বড় অসহায়
ক্ষয়িষ্ণু যৌবন ঠেলে দিশেহারা চেনা ধানসিঁড়ি।


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০১/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন