আত্ম-সম্মান
বোরহানুল ইসলাম লিটন


কহে বাজারের ব্যাগ কে
ভিক্ষার ঝুলি,
মুখে মুখে শুনি তোর
নিন্দার বুলি।
কাড়ি কাড়ি টাকা লাগে তোর
ভরাতে উদর,
তাইতো জগতে তোর
এতো অনাদর।
আমার পেটে থাকে
সর্বলোকের দান,
আজও আছি তাই
হয়ে অম্লান।
ব্যাগ কহে বলেই তুই
হলি এতো খুশি,
নির্বোধ হয়ে মোরে
বানাইলি দোষী।
পেট ভরে নিস তুই
অনুকম্পা র দান,
আমার তো ভাই আছে বোধ
আত্ম-সম্মান।


প্রকাশকাল
১২/১২/২০১৯ইং।