অগাধ বিশ্বাস ছিলো!
===========================@@@


অগাধ বিশ্বাস ছিলো ও’ পথের প্রতি
অগাধ বিশ্বাস ছিলো মেঘমালা হলেও গাফেল,
কখনো সে’ ক্রোধে র’লে বর্ণহীন বাসে
সতেজ চিলের ডানা এনে দিবে সোনালি বিকেল!


অগাধ বিশ্বাস ছিলো ও’ সাঁঝের প্রতি
অগাধ বিশ্বাস ছিলো ভুললেও ব্যাঙেরা স্বদেশ,
কখনো সে পেলে ভীতি একাকীত্বে ঘেমে
আদুরে দখিনা বায়ু এনে দিবে জোনাকি অশেষ!


অগাধ বিশ্বাস ছিলো নিশুতির প্রতি
অগাধ বিশ্বাস ছিলো ডাহুকেরা ফেললেও নীর,
কখনো সে স’লে দুখ বেসুরো বাগানে
ব্যাকুলে গাইবে ঝরে অবিরাম ষোড়শী শিশির!


হেরেছে সেই বিশ্বাস কোন একদিন
যেদিন না উঠে এই আশমানে সুহাসিনী চান,
গোপনে নিজেরে সঁপে সায়রের জলে
সৃজনে সফেন ক্লেশে ভুলেছিলো ভোরের আজান!


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৮/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন