বাঘের ছানা
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥


পাপ্পু গিয়ে বাজার থেকে
কিনছে বাঘের ছানা,
খাঁচার কাছে কাউকে যেতে
করছে সদাই মানা।


বলছে এটা মস্ত হবে
মানবে যখন পোষ,
রক্ষা শুধু তারাই পাবে
থাকবে না যার দোষ।


ঘুরতে হেসে উঠোন বাড়ি
করবে সবার কাম,
সত্য কথা বলবে যারা
রাখবে তাদের দাম।


দিচ্ছে খেতে সকাল সাঁঝে
পাউরুটি দুধ কলা,
প্রাণের ভয়ে ঘর ছেড়েছে
শঠ ছলনার ভোলা।


আজকে নাকি রের হয়েছে
তাইতো বাড়ির লোক,
থাকতে হেসে সত্য পথে
ভুলছে মনের শোক।


এমনি ভাবে দিন পেরিয়ে
চলছিল সব বেশ,
মিথ্যা কেঁদে বিদায় নিয়ে
ছাড়লো সাধের দেশ।


সবাই হলো সত্যবাদী
পড়লো না বাদ কেউ,
হাসলো মনে সঙ্গোপনে
ডাকলো যেদিন মেঁউ।।


=============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৬/০৫/২০২০ইং।