বাংলার চাষী
বোরহানুল ইসলাম লিটন
=====================৥৥৥


বাংলার চাষী আমি বুক ভরা আশ,
বর্ষা খরায় তার হয়না বিনাশ।
সোনালী স্বপ্ন গড়ি ফসলের মাঠে,
আশার পশরা মেলি গঞ্জের হাটে।


নিত্য নতুন চাষ মননের খেলা,
ঘামের শরীরে সুখ কেটে যায় বেলা।
রৌদ্র বৃষ্টি করে চলনের সাথী,
কর্মে কাটিয়ে দিই অহ আর রাতি।


হিমেল বাতাসে বসে জুড়াই পরান,
শস্য গোলায় খুঁজি জীবনের ত্রাণ।
আত্মা বাঁধনে রুখে যাতনার শীত,
হস্ত প্রসারে গাই ফাগুনের গীত।


ধনের গরবে ভেদ মনে নাহি এনে,
সকলি আপন করি সাম্যের জ্ঞানে।


====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৮-০৮-২০২০ইং।