বারোটার মেল (১-২)
=========================@@@


(১) বারোটার মেল -১


যেখানে হারিয়ে গেছে সোনালী বিকেল
সেখানেই থেমে গেছে বারোটার মেল
জেগে আছে প্লাটফর্ম
পিলারে মরিচা ধরা পাশাপাশি হাতুড়ি ও ঘন্টা,
জেনেও কেন যে যায় ফিরে বারে বার
কে জানে কিসের আশে কি আছে পাবার
এখনি বাজবে ভেবে সাইরেন দগ্ধ এ’ মনটা!


(২) বারোটার মেল -২


হয়তো অনেক যাবো ওই মেঠো পথে
রইবো দাঁড়িয়ে একা হিজলের ছায়,
দেখবো ক্যামনে হাসে থোকা থোকা মেঘ
ক্যামনে দুধেল গাই ছুটে চলে
গোহালের টানে শুধু বাছুরের ডাকের মায়ায়।


উড়ে যাবে সুদর্শন মেলে সাদা ডানা
আকাশের কোল ঘেঁসে সুদূরের পানে,
দিনের সোনালী আভা ক্ষয়ে ক্ষয়ে যাবে
অনেক মুয়াজ্জীনের কণ্ঠে ঝরা আজানে আজানে।


এমনি ভাবেই যাবে ফুরিয়ে বিকেল,
আসবে না তবু ফিরে সাইরেনে হেঁকে
কতো যে আমার প্রিয় চেনা সেই বারোটার মেল!


=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৩/০৪/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন