রুবাইয়াত-ই-বোরহান
=============================@@@
(১) বাসনা
দিলাম সঁপে গোর খুঁড়ে এই সাধের দেহ হাড় পেশী,
দাও বিধি জ্ঞান বিনিময়ে চাই না তাও খুব বেশী!
বাঁধবো ভজে শান যা তোমার ক্ষুদ্র এ’ মোর বাসনা,
রয়েই যাবে নইলে যে শ্বাস আপন ঘরে ভিনদেশী!
(২) চাই না হতে!
বাম পেতে চাম মজলে প্রভু পেয়ে রিপুর আশকারা,
আপন মেনে মুক এ’ হৃদে দিও জ্ঞানের সেই ধারা!
নাও পেলে শেষ এই জনমে তপ্ত সুখের ফের দেখা,
ভুল করে হোক চাই না হতে পরকে বেচার বাটখারা!
=============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৫/১০/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
ভীষণ ভীষণ ভালো লাগলো প্রিয় ভাই!
লিখে চলো আর ভালো থাকবে সব সময়।
অনন্ত শুভ কামনা রইল সাথে।
মুগ্ধতা অসীম,শুভকামনা নিরন্তর কবি।শুভ সন্ধ্যা।
অফুরান শুভেচ্ছা ও ভালবাসা নিরন্তর।
২টি পাঠেই মুগ্ধ হলাম।
শুভেচ্ছা অন্তহীন প্রিয় কবি।