বাজনার তালে (শিশুতোষ)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


ব্যাঙ্গা হাড়ির বাজনা শুনে
বৃক্ষ বটের তল,
নামছে যেন খোশ জোয়ারে
পাখ পাখালির ঢল।


নাচছে শাখে কাঠবিড়ালী
উদ্র্ধে তুলে লেজ,
হুতোম টারও দৃষ্টিতে আজ
অন্য রকম তেজ।


টুনটুনি বক ফিঙে শালিক
গাইছে মধুর গান,
বাদুড় তালে ঢুলছে দু’দিক
রাখতে নিজের মান।


ময়না শ্যামা বড্ড খুশি
গর্বে টিয়ার ঘাড়,
বউ কথা কও চলছে নেচে
মানছে না আজ হার।


দুলছে ঢোলক তা ধিন তালে
সঙ্গে ঢুলির পা,
ডাকছে দেখে এক নাগাড়ে
আবডালে কাক কা।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৮/০১/২০২১ইং।