ব্যথার অনলে
বোরহানুল ইসলাম লিটন
=====================৥৥৥

ভুলে যাবো বললেই যায় না ভুলা
স্মৃতিগুলো যদি মনে থাকে অম্লান,
দিবসের শেষে নয়তো নিশীথে
বেজে উঠে তা হয়ে বেদনার গান।

ভস্ম গভীরে যদি থাকে তাপ
স্তূপ দেখে তার, যাবে না কভু তা বোঝা,
পুড়েনি যে মন ব্যথার অনলে
সমব্যথী হওয়া, হবে কি এতোটা সোজা?
ব্যথাতুর মন তবু খুঁজে ফিরে
চৈত্র খরায়, ঘন বরষার বান।

আগুনে পোড়ালে সোনা খাঁটি হয়
মানো বা না মানো, নয়কো কভু তা ভুল,
দুখের দহনে গড়া যে হৃদয়
সেই তো পেয়েছে, খুঁজে জীবনের কুল।
অকুল পাথারে যে জন ভেসেছে
সেই খুঁজে ফিরে, বাঁচিতে আশার ত্রাণ।

মনের গহীনে জাগে যদি ব্যথা
দেখিবে কি কেউ, ভেবে আপনার জন?
ভালোটা আমার, ভাঙ্গা তরণী?
সেতো সবই মোর, খোদ বিধাতার ধন।
আমা কিছু নয় তবু কেন মন
হারাবার ভয়ে, কেঁদে করে আনচান।

=====================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৪/০৭/২০২০ইং।