ভোলা মন
[email protected]@@
রোজ ভোলা মন উদাস হয়ে
রাখাল বাঁশির সুরে,
যায় ছুটে সুদূরে,
ডাক যেথা দেয় হরেক ফড়িং
ঘাসের ডগায় ঘুরে।
খোঁজ করে সেই মেঘের বেটির
ছিঁচকাঁদুনে আড়ি,
যার পটু শিকারী,
ওঁত পেতে চায় খালের ধারে
কানী বগির সারি।
শুনতে সে যায় পাখির কূজন
বট পাকুড়ের ডালে,
বারেক বসে চালে,
দোল যদি খায় সজনে ক’টা
ঝিঙে শসার তালে।
আর কি ফিরে বানের জলে
দেখলে হাঁসের খেলা!
নিভৃতে নেয় বেলা,
নয় দূরে তার বড়শি ফেলে
খুলতে পুঁটি চেলা।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৫/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
বাহ্ চমৎকার ছাড়া ! পরে মুগ্ধ ! প্রিয় কবিকে অফুরান সুভেচ্ছা জানাই !
ভালো থাকুন !
মনোহর উপস্থাপন ।। অনেক অনেক ভালো লাগা রেখে গেলাম ।। আমি আপনার সার্বিক মঙ্গল কামনা করছি ।। ভালো থাকুন সুস্থ থাকুন ।। শুভ রাত্রি প্রিয় কবি
প্রাণবন্ত কাব্য নিবেদন। শুভকামনা সতত, সম্মানিত কবি।
অসাধারণ একটি শিশুতোষ ছড়া
উপস্হাপনা করে গেলেন প্রিয় কবি।
অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রইল।
ভোলা মন -
যেন না হয় পথভ্রষ্ট;
না যায় ভুলে মানুষ হবার মানবিকতা।
না যায় ভুলে নিজের অস্তিত্ব।
না যায় ভুলে নিজের অনুভূতি!
শিশু বুড়োদের উপযোগী লেখনীতে মন ছুঁয়ে গেল। অশেষ ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা জানাই প্রিয় কবি।
সুন্দর অনবদ্য শিশুতোষ কবিতা মুগ্ধতা ছড়ালো প্রিয় কবি। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবসময়।
অনুপম লেখনী। শুভকামনা শাশ্বত প্রিয় কবিবর।
দারুন সুন্দর শিশুতোষ ছড়া-কবিতাটি
ভীষণ ভাবে মন কেড়ে নিল প্রিয় কবি,
খুব, খুবই ভালো লাগা রেখে গেলাম।
অনেক-অনেক শুভ কামনা রইল।
অপূর্ব সুন্দর লিখেছেন শ্রদ্ধেয় কবিজী। মনোরম! ভালো থাকুন সুস্থ থাকুন অনেক লিখুন অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবিজী।
সুন্দর কবিতা। শুভকামনা রইল অফুরান
এমন হলে প্রতি পলে পলে
উড়ে যায় মন সকাল বিকালে
ভালো লাগলো ছন্দের তালে তালে।
হার্দিক শুভকামনা জানবেন শ্রদ্ধেয় প্রিয় কবি।
কাব্য, "ভোলা মন", সুন্দর শিশুতোষ ছড়া কাব্য , মুগ্ধ ।
প্রিয়কবিকে শুভকামনা, অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা ।
দারুণ ছন্দময় কাব্যিকতা ।শুভেচ্ছা কবিকে বারোমাস ।
অসাধারণ শিশিতোষ