ভোলা মন
===================@@@


রোজ ভোলা মন উদাস হয়ে
রাখাল বাঁশির সুরে,
যায় ছুটে সুদূরে,
ডাক যেথা দেয় হরেক ফড়িং
ঘাসের ডগায় ঘুরে।


খোঁজ করে সেই মেঘের বেটির
ছিঁচকাঁদুনে আড়ি,
যার পটু শিকারী,
ওঁত পেতে চায় খালের ধারে
কানী বগির সারি।


শুনতে সে যায় পাখির কূজন
বট পাকুড়ের ডালে,
বারেক বসে চালে,
দোল যদি খায় সজনে ক’টা
ঝিঙে শসার তালে।


আর কি ফিরে বানের জলে
দেখলে হাঁসের খেলা!
নিভৃতে নেয় বেলা,
নয় দূরে তার বড়শি ফেলে
খুলতে পুঁটি চেলা।


===================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৫/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন