ভুলতে দিলি না তবু!
===========================@@@


নিজেকে সাজালি নীলিমার দেশে তারকার রূপ ধরে,
ভুলতে দিলি না সুদিনের কথা ক্ষণকাল তবু মোরে!
ঝরায়ে যতনে নিভৃতে আঁখি
কাতরায় বুকে ডানা ভাঙা পাখি
ক্ষয়ে ক্ষয়ে মরে আহত আকুতি আশাহত এক দোরে -
ভুলতে দিলি না সুদিনের কথা ক্ষণকাল তবু মোরে!


লহরির ঘাতে অকূল পাথারে বেতাল আজি এ’ তরী,
ঘাঁটি খুঁজে তবু তারি সম্মুখে নিষ্ঠুর বিভাবরী।
মেঘমালা বেঁধে নাতিদূরে ভেলা
আক্রোশে করে স্মৃতি নিয়ে খেলা
অভিমানে খসে স্বপ্নের জ্যোতি তিমিরের বন্দরে -
ভুলতে দিলি না সুদিনের কথা ক্ষণকাল তবু মোরে!


===========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩০/১২/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন