বিকালের শেষে
বোরহানুল ইসলাম লিটন
===============//


রাখাল ছেলে ফিরছে বাড়ি
সঙ্গে নিয়ে গরুর পাল,
বৈঠা কাঁধে হাসছে জেলে
ঝুলছে পিঠে খলই জাল।


কলসি কাকে কৃষাণ বধূ
চলছে হেঁটে নদীর ঘাট,
রৌদ্র ছায়া ভর বিকালে
সূর্য হেলে দেখছে মাঠ।


গঞ্জ থেকে ক্লান্ত দেহে
হাটুরিয়া র ফিরছে দল,
মন খেয়ালে চলছে হেঁকে
দুষ্টু বসে গাছের তল।


পুকুর পাড়ে সখির মেলা
ডালায় ভরা নানান শাক,
চলছে উড়ে বাসার পানে
মন মাতানো পাখির ঝাঁক।


দল বেঁধেছে দামাল ছেলে
নদীর চরে খেলছে বল,
তৃপ্তি ভরে ছাগল গরু
নদীর ঘাটে খাচ্ছে জল।


ফড়িং গুলো করছে খেলা
ঘাসের মাথে খাচ্ছে দোল,
গাছের ডালে কিশোর মেলা
মুখে কথার ছন্দ বোল।


মাথার উঁচে চলছে উড়ে
দেখতে সাদা ধোঁয়ার মেঘ,
বিকাল টাকে কাড়তে যেন
বাড়ছে জোরে আঁধার বেগ।।


*******************//
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/০৪/২০২০ইং।