বিদায় বেলা
বোরহানুল ইসলাম লিটন
==============
দাও গো বিদায় মোরে,
মলিন বদনে কেঁদে অযতনে
থেকো না দাঁড়ায়ে দোরে।
এ জীবন তার যে দিল আহার
কতো সে মেহেরবান,
বাঁচিবার তরে দিল অকাতরে
শ্রেষ্ঠ জীবের মান।
জ্ঞান দিয়ে আলো হরিবারে কালো
ভক্তি সাধনে মন,
দ্বীন করে দান ভরে দিল প্রাণ
কতো না আশার ক্ষণ।
পুষ্প আঁধারে ফোটে অনাদরে
ঝরে তা প্রভাত বেলা,
কভু কি গো ভুল? নয় তা মাসুল
এ মোর বিধির খেলা।
কর্মের গুণে রেখো মোরে মনে
ফেলো না চোখের জল,
যাহা ছিল ত্রাণ করে গেনু দান
ভেবো না এ মোর ছল।।
===============
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৫/২০২০ইং।
সেই প্রিয় 'বোরহানুল ইসলাম লিটন'
ছন্দে ছন্দে কখনো মানবতাবাদী, কখনো জীবনমুখী, কখনো প্রেম, বিরহের কবিতা।
ভীষণ ভালো লাগে আপনার কবিতা।
অনেক অনেক শুভকামনা রইল কবি 😍😍
আন্তরিক শুভেচ্ছা জানবেন কবি বন্ধু।
মনে পড়ে যায় কতো স্মৃতি;স্বপ্ন আর মুখশ্রী!
শুভকামনা অনেক
শুভেচ্ছা নেবেন ও খুব ভালো থাকবেন সকলকে নিয়ে, প্রিয় কবিবর।
ঘরে থাকুন। ভালো থাকুন।সম্মানিত ও প্রিয় কবিকে জানাই অনেক।
অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
অনেক ভালো লাগা রেখে গেলাম,
শুভ কামনা রইল প্রিয় কবি।
দিও না বিদায় চোখের জলে।
দারুণ লিখেছেন।শুভেচ্ছা ও শুভকামনা রইলো চিরন্তন প্রিয় কবি।
কবিতায় রূপ পায়, তখন পাঠক
আপ্লুত হয়ে যায়।
নান্দনিক ছন্দের অনন্য কাব্যসুধা।
মুগ্ধ হলাম প্রিয় কবি,
শুভ কামনা রইল।