বিদায় বেলা
বোরহানুল ইসলাম লিটন
==============৥৥৥

দাও গো বিদায় মোরে,
মলিন বদনে কেঁদে অযতনে
থেকো না দাঁড়ায়ে দোরে।

এ জীবন তার যে দিল আহার
কতো সে মেহেরবান,
বাঁচিবার তরে দিল অকাতরে
শ্রেষ্ঠ জীবের মান।

জ্ঞান দিয়ে আলো হরিবারে কালো
ভক্তি সাধনে মন,
দ্বীন করে দান ভরে দিল প্রাণ
কতো না  আশার ক্ষণ।

পুষ্প আঁধারে ফোটে অনাদরে
ঝরে তা প্রভাত বেলা,
কভু কি গো ভুল? নয় তা মাসুল
এ মোর বিধির খেলা।

কর্মের গুণে রেখো মোরে মনে
ফেলো না চোখের জল,
যাহা ছিল ত্রাণ করে গেনু দান
ভেবো না এ মোর ছল।।

===============৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০৫/২০২০ইং।