বড্ড কঠিন!
====================@@@

বাপ গায়ে দেয় ছিন্ন বসন
গড়তে সবার রঙিন সাজ,
ঘাত সয়ে রোজ ভাবী দ্যাখে
ননদ চালায় ক্যামনে রাজ।

পুত যদি সয় চোখের ছানি
বউ সাজে তার পুষ্প রাণী,
আর সেথা মা? কর্মে খুঁজে
থাকলো না সব গেছে লাজ।

সংসারের এই সোহাগ নীতি
বড্ড বোঝা কঠিন কাজ।

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৪/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন