বড্ড কঠিন!
[email protected]@@
বাপ গায়ে দেয় ছিন্ন বসন
গড়তে সবার রঙিন সাজ,
ঘাত সয়ে রোজ ভাবী দ্যাখে
ননদ চালায় ক্যামনে রাজ।
পুত যদি সয় চোখের ছানি
বউ সাজে তার পুষ্প রাণী,
আর সেথা মা? কর্মে খুঁজে
থাকলো না সব গেছে লাজ।
সংসারের এই সোহাগ নীতি
বড্ড বোঝা কঠিন কাজ।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৪/২০২২ইং।
@বোরহানুল ইসলাম লিটন
শুধু কঠিন নয়, ভীষণ অদ্ভুত সত্য।
ভালো লাগা রেখে গেলাম কবি।
আন্তরিক শুভেচ্ছা নিরন্তর, ভালো থাকবেন।
যত কঠিনই হোক, বড় সুন্দর হলো তার উদঘাটন, আপনার কল্যাণে, সম্মানিত কবি।
কবিতা নিয়ে কিছু বলার নেই ।।শুভকামনা রইল সম্মানিত প্রিয় কবি।।
একেবারে যথার্থ বক্তব্য। অপূর্ব উপস্থাপনা।
আন্তরিক শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
সত্যি
এমনি হয় হোচ্ছে।
সংসারের ইতি কথা ।বেশ দারুন কাব্য
জীবন ভাবনায় অনন্য মানবতাবাদী কবিতা। ভালো লাগলো। শুভকামনা নিরন্তর প্রিয় কবি।
সংসার চিত্রের অনন্য সুন্দর মানবতাবোধ ফুটে উঠলো নান্দনিকভাবে আপনার অনবদ্য কবিতায় প্রিয় কবি। অফুরন্ত শুভকামনা আপনার জন্য।
ভালো লাগার এক অনন্য প্রকাশ
--- শুভ কামনা অবিরাম ---
ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা
চমৎকার জীবনবোধের কবিতা। শুভকামনা রইল কবির প্রতি
অসাধারণ একটি মানবতাবাদী কবিতা
উপস্হাপনা করে গেলেন প্রিয় কবি।
কবিতা পাঠ করে বেশ মুগ্ধ হলাম।
অনেক অনেক প্রীতি ও
শুভেচ্ছা রইল।
একদম সঠিক কথা।
সংসারের সোহাগ,
কখনো বিরাগ কখনো বেহাগ!!
হার্দিক শুভেচ্ছা রইল ।ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়।
সবাই যেখানে আজ অহঙ্কারী আর ষড়যন্ত্রকারী!
সেখানে কি থাকে আর প্রীতির বন্ধন!
সঠিক ভাবনার বলিষ্ঠ উচ্চারণে
কবিতা অনন্য-সুন্দর।
খুবই ভালো লাগল প্রিয় কবি,
শুভ কামনা রইল।
সত্যি বড় কঠিন কাজ , দারুণ আবেগময় জীবনমুখী মানবতাবাদী ভাবনার কবিতা , ভাল লাগলো , প্রিয় কবির জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা ।
একটি চরম বাস্তবের চিত্র। শুভেচ্ছা রইলো প্রিয় কবি ।
একটা সংসারের বাস্তব চিত্র তুলে ধরলেন দারুণ দক্ষতায়! অপূর্ব নান্দনিক উপস্থাপনা প্রিয় কবি! অভিভূত! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
জীবনবোধের , সংসার নীতির জ্ঞানবান কথা , সুন্দর তার কাব্যিক প্রকাশ , মুগ্ধ ।
হার্দিক শুভেচ্ছা প্রবুদ্ধ প্রিয়কবিকে , ভাল থাকুন সদা ।
অনন্য সুন্দর বাস্তব উপস্থাপনা
কঠিন, বড্ড কঠিন বুঝতে পারা
এই জগতের মানুষ যারা।
আপন বলি আমরা সবাই
সত্যিকারের আমরা কি তাই?
নিজের ভাল তাই বুঝি না
পরের ভালো দূরের ভাবনা।
একটা সত্য জানি সবাই
পরের ভালয় আনন্দ পাই।
ওই অস্বচ্ছ মন হলে পরে;
সব হারাবো নিজের তরে;
থেকে আলোহীন আঁধার ঘরে
কেমনে কাটবে জীবন ওরে?
কে দেবে আলোর দিশা?
কাটাতে এই আঁধার নিশা।
নিজের স্বার্থে মেতে আছি
সবাইকে নিয়ে কেমনে বাচি?
রাত কাটে, দিন কাটে,
শুধুই মোদের ঠাটে বাটে।
চিৎ চেতনা এলে পরে
শান্তি আসবে ঘরে ঘরে।
অনেক অনেক শুভেচ্ছা সহ প্রাণ ভরা ভালবাসা রইল।ভাল থাকবেন সতত কবি বন্ধু।
দূর্দান্ত!
সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন কবিতায় কবি।