বগীলার দেশে
====================@@@

যাস্ কোথা তুই ও বগীলা
এই অবেলার শেষে?
নে না আমায় সঙ্গে রে আজ
যাবো তোদের দেশে!

প্রাণ জুড়াবো কোমল বায়ে
দেখে চিলের স্নান,
টুটবে না বল ক্লান্তি এলে
চড়কা ঘোরার গান?

চাঁদ যদি দেয় রাত্রি বেলা
রূপের মায়া ঢালি,
মন ছেড়ে কি থাকবে দূরে
হেলায় বনমালী?

সব লোকে কয় করিস নাকি
মেঘের আড়ে বাস,
বকবি কি রে করলে সেথায়
স্বপ্ন ক’টা চাষ??

====================@@@
পাঁচপুর, আত্রাই, নওগাঁ।
১৮/০৯/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন