বল দেখি বগিলা!
====================@@@


ভয়েই ঢলের সুরে
যদি) উড়াল দিলি দূরে
ভুলে) হিজল গাছের ছায়া,
মানবো ক্যা তোর বক্ষে ছিলো
কাজলা বিলের মায়া?


যুদ্ধ করেই তবে
সবার) বাঁচতে হয় এ’ ভবে,
তবু) নয় কি তার এ’ লীলা?
বোধ থেকেও বুঝলি না ক্যান
বল দেখি বগিলা!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৩/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন