বলবো কারে গোপন কথা!
======================@@@


বলবো কারে গোপন কথা
হিমেল বায়ুর কণ্ঠ কি যায় শোনা!
খুঁজতে গেলে দোয়েল শ্যামা
বরং বাড়ে দুখের আনা গোনা।


ভাবলে যাবো বকুল তলে
মিলতে পারে তাজা ফুলের প্রীতি,
রোদ সে ক্ষণের ছন্দ কেড়ে
দর্পে রচে শুকনো পাতার গীতি।


নিশ্চিতই ওই ফসল আপন
আস্থা বেঁধে ‍ছুটলে শ্যামল বাটে,
হঠাৎ কেন আছড়ে পড়ে
ফড়িঙ ছানা তপ্ত ঊষর মাঠে!


হিঙ্গুল বরণ মেঘকে সেধে
চুপটি কাটি কতোই কিরে আড়ি,
ঝম ঝমা ঝম রেলগাড়িটা
স্টেশন তখন যায় যদিও ছাড়ি।


ডাকতে গেলে বিলের ধারে
কানাবগি দেয় কি বারেক সাড়া!
গোপন কথা মনেই থাকে
সন্ধ্যাকাশে দেয় ফের উঁকি তারা।


======================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০২/০১/২০২৪ইং।



@বোরহানুল ইসলাম লিটন