বলো না শুধু! (অণু)
=====================@@@

যেভাবেই যতো দাও না দুঃখ
সয়ে সয়ে নিভৃতে,
রচে যাবো আমি হৃদয়ের কথা
যেচে সকলেরই হিতে।

অভিযোগ কিছু রাখবো না মনে
বুঝেও করলে ভান,
বলো না তোমরা না বুঝলে শুধু
করেছি এ অপমান!

=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৬/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন