বলো ওহে বিনোদিয়া!
=====================@@@

বলো ওহে বিনোদিয়া!
কাকের ভাগ্য করেছে কি চুরি
চাটি মেরে বুনো টিয়া?

কইলো সে হেসে দ্যাখো না পুষ্প
আজও নিজ রঙে ফুটে,
ভক্তির জল শোভে না কি সেও
কালিনীরই করপুটে!

শুধালাম ফের ষড়ঋতু তবে
কি করে হারালো ধার,
বুকখানি তার আঘাতে আঘাতে
হয়নি কি চুরমার?

মাথা করে নীচু জবাবে সে কয়
ভাবনার কথা বটে;
তবে কি আকাশও হতে পারে কালো
বহুরূপী সংকটে!

=====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৮/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন