ভাবতে পারে?
=========@@@


নদীর বুকে বাঁধ দিতে কেউ লুকিয়ে রেখে শ্রাব্যতা,
হয়তো খোশে বলতে পারে ’দাম পেলো এর নাব্যতা’।
তাই বলে কি মসীর ধারা আটকে ক্ষণিক নিভৃতে
থাকলে ধী সে ভাবতে পারে ’এই তো সুরেল সভ্যতা’?


ভাঙা রোডের দু’তল বাস
==============@@@


আমার চোখে জল দেখে সই না হলে তোর মন উতল,
নীদ ঘুরে মোর উদাস বনে চিন্তা খুঁজে ঘোর ভূতল।
ক্যামনে তবু ঢেউ খ্যালে আশ জানিস কি তুই এই বুকে?
জীবন আমার হয় বলে ফের ভাঙা রোডের বাস দু’তল।


============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/১২/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন