বনের বুকে
[email protected]@@
ওই ব্যাটা আলমাস
কেন রে ফেলিস শ্বাস!
আজও কি বনের ক্ষত জ্বলে দাউ দাউ?
তবে যে গেলো না কেউ
নাকি রে ভুলেছে সেও
যাদের ভাবেনি বন না পেয়েও ফাউ?
আলমাস হেসে বলে
নতি রাখি পদতলে
ফুতিরা গেছিল প্রভু দিবে ভেবে সেক!
সেথা কি দেখলো ওরা?
রেখেছে নজর কড়া
হরির মাথায় বসে বেহায়া শ’ ভেক!!
হরি> সিংহ, আলমাস> হীরক,
ফুতি> ছোট্ট এক ধরণের পতঙ্গ।
[email protected]@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/১০/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
রূপকে দারুণ কাব্য!
নিয়ত শুভকামনা রইলো প্রিয় কবি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
চমৎকার রূপক কাব্য।
শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
সুন্দর হৃদয়গ্রাহী গভীর ভাবধারার রূপক কাব্য , মুগ্ধ ।
শুভরাত্রি , প্রিয়কবিকে শুভকামনা, অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা ।
রুপকের সুন্দর প্রকাশ প্রিয় কবিজী। শুভসন্ধ্যা। ভাল থাকবেন সতত। দোয়া রইল অফুরন্ত। আমিন।।
শব্দের সুষমা আর রূপকের আলোআঁধারিতে কবিতার ঔজ্জ্বল্য আরো বৃদ্ধি পেয়েছে।
অনেক অনেক শুভ কামনা কবি।
খুব সুন্দর
অনবদ্য কবিতা
রূপকে দারুন লিখেছেন প্রিয় কবি।
শুভকামনা নিরন্তর।
অপূর্ব। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল প্রিয় কবি।
চমৎকার রূপকের ব্যবহার , ভাল লাগলো, শুভেচ্ছা ও শুভকামনা রইল।
বেশ সুন্দর একটি রূপকল্প চিত্রের কবিতা! শব্দের শালীনতায় ভরেছে প্রাণ। অবিরাম ভাল লাগা গ্রহন করবেন।।
এমনি হয় সারা জগতময়। রূপকের অবয়বে সুন্দর বাস্তব বারতা।
নিয়ে গেলাম রাশি রাশি মুগ্ধতা।
হার্দিক শুভকামনা জানাই ভালো এবং সুস্থ থাকুন সবসময়।
ভাবনার গভীরতায় রূপক অনন্য!
খুবই ভালো লাগল প্রিয় কবি।
অনেক শুভ কামনা রইল।
অপূর্ব কাব্যিক উপস্থাপনা প্রিয় কবি! দারুণ মুগ্ধ হলাম! অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
ওহ্ দুর্দান্ত প্রকাশ ।শুভেচ্ছা কবিকে ।
বাহ! চমৎকার রুপকের রুপ মাখা কবিতা। ধন্যবাদ।
দারুণ...দারুণ...চমৎকার রূপকের গভীরতা...ভালোলাগা ভরালাম পাতা।
ভালো থাকুন প্রিয় কবি।অনাবিল শুভেচ্ছা রইল।