বনের বুকে
===================@@@
ওই ব্যাটা আলমাস
কেন রে ফেলিস শ্বাস!
আজও কি বনের ক্ষত জ্বলে দাউ দাউ?
তবে যে গেলো না কেউ
নাকি রে ভুলেছে সেও
যাদের ভাবেনি বন না পেয়েও ফাউ?
আলমাস হেসে বলে
নতি রাখি পদতলে
ফুতিরা গেছিল প্রভু দিবে ভেবে সেক!
সেথা কি দেখলো ওরা?
রেখেছে নজর কড়া
হরির মাথায় বসে বেহায়া শ’ ভেক!!
হরি> সিংহ, আলমাস> হীরক,
ফুতি> ছোট্ট এক ধরণের পতঙ্গ।
===================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/১০/২০২১ইং।
@বোরহানুল ইসলাম লিটন
নিয়ত শুভকামনা রইলো প্রিয় কবি।
ভালো থাকুন, সুস্থ থাকুন।
শুভেচ্ছা জানবেন, কবি বন্ধু।
শুভরাত্রি , প্রিয়কবিকে শুভকামনা, অভিনন্দন জানাই, ভাল থাকুন সদা ।
অনেক অনেক শুভ কামনা কবি।
শুভকামনা নিরন্তর।
নিয়ে গেলাম রাশি রাশি মুগ্ধতা।
হার্দিক শুভকামনা জানাই ভালো এবং সুস্থ থাকুন সবসময়।
খুবই ভালো লাগল প্রিয় কবি।
অনেক শুভ কামনা রইল।
ভালো থাকুন প্রিয় কবি।অনাবিল শুভেচ্ছা রইল।