তীব্র রুক্ষতাকেও উপেক্ষা করে
শোধতে কিসের ঋণ?
সুললিত বৃষ্টি নেমে আসে একদিন।
বৃষ্টিতে জীয়ন সৃষ্টি
বৃষ্টিতেই স্বচ্ছ দৃষ্টি।
চৈতালির ফোঁটা গুণে - আষাঢ়ে ছিঁচকাঁদুনে
সখ্যে বেঁধে সদা পণ,
পরিভ্রমণে সাজায় মাঠ ঘাট গিরি
বিটপীর আস্তরণ।
যাচি জাগরণে ঘুমি,
না থাকুক আড়ে এই পালাক্রমে
বৃষ্টিহীন কোন ভূমি!