চাইলে কি ভাই ভাবতে পারি! (ব্যঙ্গ)
=========================@@@

লম্প দিয়ে যতোই বাড়ুক নিত্য ব্যাগের কর,
চাইলে কি ভাই ভাবতে পারি পড়শি আমার পর?
বাড়ি এলেই বসতে দিবো
যেচেই তবু খবর নিবো
দেখলে দিবো শুকনা বদন ফ্রিতে ছু-অন্তর,
চাইলে কি ভাই ভাবতে পারি পড়শি আমার পর?

থাকলে যে কেউ অনাহারে বাঁচাতে তার মান,
বার্তা এলেই পৌঁছে দিবো চুন বিনে হাফ পান।
চাইতে এলে চাল বা আটা
সাধবো নে খা মাড়ের মাঠা!
ডাক দিলে কেউ দুপুর বেলা বলবো খুবই জ্বর,
চাইলে কি ভাই ভাবতে পারি পড়শি আমার পর?

ঘোর বিপদে টাকা যে কেউ চাইতে এলে ধার,
’আয় বসে যা’ ডাকবো শুধু চুলকে নিজের ঘাড়।
বললে দে না দু’টো রুটি
হেসেই হবো কুটি কুটি
জিজ্ঞাসিলে কেমন আছো বলবো ’বাজার দর’!,
চাইলে কি ভাই ভাবতে পারি পড়শি আমার পর?

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
৩১/০৮/২০২২ইং।




@বোরহানুল ইসলাম লিটন