চক্র খেলা
====================@@@


থাকলে জেগে মন্দ ভালোর নিত্য খেলা?
হয়তো তাতে কালের ক্ষত
যায় বেড়ে রোজ অবিরত,
তাই বলে কি রাতের শেষে
ফের প্রভাতের সূর্য হেসে
দেয় না গড়ে নতুন আশার স্নিগ্ধ বেলা!!


====================@@@


ভবের মায়া
====================@@@


কে পারে কাটাতে ভব মায়া!
একদা দেখে সুক্ষণ
নিরালে গড়লো পণ,
ভুলবে বলে সাবিল
গগনে উড়ে সে চিল,
চেয়ে দ্যাখে নীচে তার ছায়া!!


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৮/২০২১ইং।



@বোরহানুল ইসলাম লিটন