চাপ (চতুষ্পদী)
============================@@@
চাপের ঠেলায় রলেও চাপে চাপের করে কে তালাস?
চাপ তাতে কি কমছে কারো!
চাপেই শ’ চাপ বাড়ছে তারও-
চাইছে রয়ে নিত্য চাপে চাপ থেকে যে ত্রাণ খালাস।
============================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/১০/২০২৪ইং।
@বোরহানুল ইসলাম লিটন
চাপেই করে মাথা খারাপ !
চাপের চাপেই ঘুরছে মাথা ,
চাপেই নাকি খায় কথা !"
প্রিয় কবিকে অশেষ শুভেচ্ছা জানাই !
শুভকামনা রইল।
চাপ এখন ব্যক্তি মানব সত্তা এবং অপরিহার্যভাবে সমাজ সত্তায় কর্কট রোগের মতো চেপে আছে। চাপ দূর করতে শুধু আশু পরিত্রাণ নয়, মূল তালাস করা প্রয়োজন। সংস্কার নিয়ে সমকালীন সমাজ ভাবনায় অসাধারণ একটি চতুষ্পদী কবিতা। মুগ্ধ পাঠ, "চাপের ঠেলায় রলেও চাপে চাপের করে কে তালাস?"
অনেক শুভেচ্ছা, প্রিয় কবি।
এ বড় সত্যি কথা হে।
ভালো থাকবেন, রক্তিম শুভেচ্ছা ।