চেলা (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


হাবলু নাকি মস্ত চেলা
সর্ব লোকের গুরু,
সয় বলে সে নিত্য কথা
চামড়া পিঠের পুরু।


পরের সুখের করতে হানি
যায় কেটে তার দিন রজনী


কয় তবু সে খোশেই মেতে
এই তো সবে শুরু,
আজ দেখি সব ষ্ট্যান্ডে লেখা
’চাচ্ছে দোয়া হুরু’।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৬/০৩/২০২১ইং।