মেঠো পথের বাঁকেই পাবে
ফসল দু'দিক ছাড়ি,
তালগাছ ও'লা পুকুর পাড়ে
চন্দনাদের বাড়ি।

পিতুল বিতুল চন্দনার ভাই
মাটির দ্বিতল দ্বারে,
পিতা ওদের বৃদ্ধ অতি
মা হারা সংসারে।