চোরের ওয়াদা (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
====================৥৥৥

একদা সকালে শান্ত ডাকিয়া
বলিল সভ্য জনে,
করিবো না আর ছেঁচড়া চামারী
ওয়াদা করেছি মনে।

ব্যবসা করিয়া জীবন কাটাবো
রাখিতে সবার মান,
যদি আপনারা সহানুভূতি তে
করুণা করেন দান।

শুনিয়া সকলে সহসা বলিল
উত্তম মনো আশ,
নিশ্চয় তুমি সর্বদা পাবে
খুশিতে মোদের পাশ।

হৃদয় তাড়নে সাধ্যে সকলে
করিয়া অর্থ দান,
ভাবিলো এবার মিটিলো একটি
পাপী জীবনের ত্রাণ।

বেশ কিছু কাল শান্ত চোরার
ব্যস্তে কাটিলো দিন,
গঞ্জ বাজারে অফিস বসিয়ে
পূরাতে মনের ঋণ।

ডেকে অবশেষে খুলিলো অফিস
ঝুলিয়ে সাইন বোর্ড,
লেখা আছে তাতে ’এখানে মিলবে
চোর ছেঁচড়ের কোড।’

===================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৯/০৮/২০২০ইং।