দাদী ও নাতি
বোরহানুল ইসলাম লিটন


কোথায় যাচ্ছিস দাদু ভাই
অমন গাইতে গাইতে গান?
হাট থেকে এনে দিবি আমায়
গোটা কয়েক পান?
ভাত খেলেও পেট ভরে না
যদি না খাই পান,
তোর দাদু তাই রেগে বলে
’পান-ই তোর জান।’
এই নে টাকা বলে খোলে
আঁচলের গিট,
একশ টাকার নোট দেখে তো নাতি
পুরাই সুপার হিট।
ভাবে পঞ্চাশ টাকার পান নিব
বাঁকিটা দিব মেরে,
দাদী বলে কি কি লাগবেে
একটু শুনে যা ধৈর্য ধরে।
পান নিবি ষোল গন্ডা
সুপারী একশ গ্রাম,
হাকিমপুরী জর্দা দিবি
মাত্র পঁয়তাল্লিশ টাকা দাম।
গোলাপী জর্দা আর চমন বাহার
সাথে এক পোয়া চুন,
জয়ত্রী আর জায়ফল নিবি
অশেষ যে তার গুন।
ধনে নিবি অল্প কিছু
খয়ের এক দলা,
কালোজিরা যা আছে তাতে
যায় না তো-রে চলা।
এই কয়েক রকম জিনিস নিবি
আর দশ টাকা দিবি ফিরে,
বাঁকী টাকার চকলেট খাবি
যাবি না লোকের ভীড়ে।
সব শুনে নাতি বলে
টাকা ফেরত নে এবার,
হাট তো আজ বসেনি দাদী
বসবে আগামী শুক্রবার।


প্রকাশকাল
০২/১২/২০১৯ইং।