দাদীর দুষ্টু নাতি
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

দুষ্টু নাতি কাঁথার পাশে
মন ভুলানোর সদ্য আশে
পড়তে ছড়া উদ্র্ধশ্বাসে
করছে দেখে ভান,
মিষ্টি দাদী বললো ডেকে
শোন দাদু ভাই যাস নে বেঁকে
আয় কাছে বস জোরসে হেঁকে
গাইবো দু’জন গান।

তুই তো আমার ছোট্ট দাদু
রূপ বুঝি তোর করছে যাদু
তাই কাছে না দেখলে চাঁদু
শঙ্কা ডেকে বান,
খুঁজতে যদি যায় কিছু কাল
হৃদ মাঝারে দেয় বয়ে খাল
সার জীবনটা করতে বেতাল
অন্তরা আনচান।

তাই শুনে শেষ দুষ্টু নাতি
ভাব ধরে বেশ বললো অতি
আজ বুড়ি তোর নেইকো গতি
ধর দুটি নিজ কান,
মাফ পাবি নে কুলফি বিনে
দিস যদি না আজকে দিনে
নয় দিলে মন জর্দা কিনে
মিষ্টি দুটি পান।

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৪/১১/২০২০ইং।