দিবি না দু’টাকার বাঁশি!
==========================@@@


বারেক দিবি না সখী এই পথে এসে
অতল আশায় ভেঙে অভিমান দু’টাকার বাঁশি!
ব্যাকুল নয়নে একা আজো খুঁজে ফিরি
বদনে সতেজ ডাঁশা পেয়ারার চির চেনা হাসি।


আনত বিকেল বেলা যমুনার পাড়ে
ক্ষণিক ভাবলে বসে
আমন ধানের শিরে কোথায় সে’ ছটফটে রোদ?
সহসা নজরে আসে আধো ন্যাড়া ঢালে
না পেয়ে ছাগল ছানা শালিকের তৃষিত বিরোধ।


জটিল ভাষায় পেয়ে লহরির রথ,
চিলের সোনালি পাখা ভেঙে এ’ মনন
সাজায়ে হিঙ্গুল মেঘ গড়ে তোলে ভূতুড়ে অশ্বত্থ।


ধবল বকের সারি অবেলা এ’ মাঠে
বিদায়ে কেন যে চায় রেখে যেতে প্রণয়ের মায়া!
ভুলেনি দোয়েল জানি চিরতরে শিস
তবুও ডাকে না স্নেহে পানকৌড়ি হংসেরে ভায়া।


কতকাল কেটে গেলো হেমন্তের ক্ষেতে
কাকতাড়ুয়ার সেই ফিঙেটা কি হয়নি উদাসী?
নিয়মে পৌষের মেলা আসে ফের যায়
হয়তো আমিই শুধু খুঁজি এক দু’টাকার বাঁশি।


==========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২১/০৭/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন