দরদী মন (ব্যঙ্গ)
বোরহানুল ইসলাম লিটন
=============৥৥৥


গরীব দুখী দেখলে কাঁদে
মনটা আমার প্রাণ,
পান চিবাতে তাইতো ধরি
মিষ্টি সুরের গান।


বুক ভরে যায় হাহাকারে
দেখলে অনাথ পেট,
সারা বছর তাইতো রাখি
বন্ধ বাড়ির গেট।


জ্বর অসুখে পড়লে কেহ
মন করে আনচান,
গুটলি গুঁজে বন্ধ রাখি
চোখ বুজে দুই কান।


শীত কালেতে বস্ত্র থেকে
ছড়ায় নানান রোগ,
কাউকে কিছু দিই না বলে
অন্তরে মোর শোক।


দান প্রদানে শত্রু বাড়ে
বন্ধু স্বজন পর,
দীন দুখীরা আসলে কাছে
বুক করে ধর ফর।


মাংস মাছে বিঁধবে কাঁটা
ডাল দিতে নেই মানা,
মান বাঁচাতে অব্দ শেষে
দুই জনে দিই খানা।


আপন সবে নয় তো কেহ
বোন বলো আর ভাই,
মানুষ আমি দিলটা সাদা
তুল্য যে তার নাই।


================৥৥৥
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০৭/০৫/২০২০ইং।