রুবাইয়াত-ই-বোরহান
(ডুগডুগি, তালকানা ও হরবোলা)
=========================@@@

(১) ডুগডুগি
ছল-চাতুরীর ঝলকানিতে এ মন সাজে রোজ রুগী,
ধ্বস দেখে ওর অনুতাপে হরেক জ্বরে খুব ভূগী।
জানি দয়াল চাও তুমি হোক সুস্থ আমার মন তনু,
তাইতো ভাবি সায় তারে দেয় ফের কে যেচে ডুগডুগি!


(২) তালকানা
মাটির গড়া পিঞ্জিরাতে মেয়াদ লিখে দুই গানা,
পুষছো তাতে দমের পাখি বাঞ্ছা দিয়ে চার আনা।
আমায় তবু রাখলে তুমি চৌকি দিতে ওই দ্বারে,
ছটফটানি দেখেই আমি আজ যে প্রভু তালকানা!


(৩) হরবোলা
হতিস বলে রোজ নিশীথে উর্দ্বে চেয়ে ডাক ভোলা,
চাঁদ সেজে রে জ্যোৎস্না দিতাম চকোর ভেবে দিল খোলা।
আজ শুনি তোর কণ্ঠে ঝরে পিউ কুহু কা হরেক সুর,
বল তো সখী তুই তবে কি ছদ্মবেশী হরবোলা?

=========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
০১/১০/২০২২ইং।





@বোরহানুল ইসলাম লিটন