দুই জোড়া সিনকেইন
বোরহানুল ইসলাম লিটন
====================@@@


১। আশা


          আশা,
       হয় যদি তা
     কর্মে গড়া বাসা,
প্রাণের চেয়ে মান হয়ে যায়
          খাসা।


২। পাখি


        পাখি,
    গহীন দিলে
  মধুর সুরে মাখি,
স্বপ্ন হাসে মিট মিটিয়ে
        আঁখি।


৩। গদি


           গদি,
     ভাবলে তা কেউ
     যেমন মাথার দধি,
নিতুই খেয়ে খাল করে দেয়
           নদী।


৪। বাতি


          বাতি,
      ভানুর সাথে
থাকলে খেলায় মাতি,
রাত তরে কয় ছুরত জানের
          নাতি।


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৩/০৫/২০২১ইং।