দুখের রূপান্তর
বোরহানুল ইসলাম লিটন
====================@@@

অবহেলায় হোক বা হেলায়
দুখ রেণু রোজ দ্বন্দ্ব দ্বিধায় জমে,
মন গহিনে গড়লে কভু
শক্ত ভিতে আপনা বসত ঘর,
ঠিক শেষ তার ক্ষোভ রূপে হয়
শক্তিটা সার গ্যাস বারুদের দমে,
একটু ঘাতে ফাটার আশায়
সক্রিয় এক আস্ত বোমের ধর।।

====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৬/১১/২০২০ইং।