দুঃখ সুখের খেলায় (ছড়াক্কা ছন্দে)
====================@@@


’সুখের বুকে দুখের আছে ঘাম’
সত্য এ বাক সবাই জানে
কও তো তবু ক’জন মানে?
যে বলে ভাই আমি ভাবি
সেও কি করে স্বচ্ছ দাবী,
’দুঃখ বিনে হয় না সুখের দাম’?


দিনের শেষে আসেই নেমে রাতি,
নয় এ কোন আজব খেলা
রোদ ছায়াতেই গড়ে বেলা,
বুঝেও কেনো ধৈর্য কাঁদে
কিংবা মনন বেড়ায় চাঁদে,
দুঃখ সুখের দেখলে চড়ুইভাতি?


====================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
১৭/০১/২০২২ইং।



@বোরহানুল ইসলাম লিটন