এক নিরাশার ধারা
========================@@@
কোমল শিশির স্নাত শাপলার ভাষা
সেদিন করেই তারে দান,
আহত বুকের খাঁচা সাজালেম খুলে
রেখে যতো চিলের জবান।
সোনালী সকাল রচে গোধূলির হাসি
আশা ছিলো কেড়ে নিবে ঘোর,
দেখে এ’ অতুল খেলা সুহাসিনী চান
ঢেলে দিবে রূপালী আদর।
এমনই শাশ্বত রূপ এ’ ধরণী পাবে
হবেই যা স্বভাবে অনাদি,
বুঝিনি এ’ ছিলো ভুল কোন কালে চিল
শাপলার পায়ইনি সমাধি!
========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৯/২০২৩ইং।
@বোরহানুল ইসলাম লিটন
শুভবিকাল , প্রবুদ্ধ প্রিয় কবিকে শুভকামনা শুভেচ্ছা অশেষ । ভাল থাকুন সদা ।
অপূর্ব প্রেম বিরহ এবং প্রকৃতির কবিতা।
অশেষ শুভেচ্ছা প্রিয় কবি।
অবিরাম শুভেচ্ছা ও ভালবাসা রইল!
অনন্য সুন্দর উপস্থাপনা।
হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন জানবেন প্রিয় শ্রদ্ধেয় জ্ঞানবান কবি।
ভালো থাকুন সুস্থ থাকুন নিরন্তর কামনা করি।
আমি সিক্ত মন