এক নিরাশার ধারা
========================@@@


কোমল শিশির স্নাত শাপলার ভাষা
সেদিন করেই তারে দান,
আহত বুকের খাঁচা সাজালেম খুলে
রেখে যতো চিলের জবান।


সোনালী সকাল রচে গোধূলির হাসি
আশা ছিলো কেড়ে নিবে ঘোর,
দেখে এ’ অতুল খেলা সুহাসিনী চান
ঢেলে দিবে রূপালী আদর।


এমনই শাশ্বত রূপ এ’ ধরণী পাবে
হবেই যা স্বভাবে অনাদি,
বুঝিনি এ’ ছিলো ভুল কোন কালে চিল
শাপলার পায়ইনি সমাধি!


========================@@@
পাঁচুপুর, আত্রাই, নওগাঁ।
২৮/০৯/২০২৩ইং।



@বোরহানুল ইসলাম লিটন